ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে পাঁচজন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে পাঁচজনই ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নয়জন ঢাকার মধ্যে এবং ছয়জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ০১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৩২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২৫ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৮৩৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪১৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪১৬ জন ঢাকার বাইরের অন্য জেলার বাসিন্দা।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *