বিদেশী বিনিয়োগ পেল কৃষি প্রযুক্তির স্টার্টআপ ফসল

আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ কোটি টাকার প্রি-সিড পর্যায়ের বিনিয়োগ পেয়েছে দেশের কৃষি প্রযুক্তির স্টার্টআপ ফসল ডটকম লিমিটেড। আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে রয়েছে এসওএসভি ও সাউথ এশিয়া টেক পার্টনার। এছাড়া স্থানীয় অ্যাঞ্জেল বিনিয়োগকারী হিসেবে রয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বারীন রেজা এবং সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী।
বাংলাদেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে কৃষি শিল্পের। অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে কৃষিতে সময়োপযোগী প্রযুক্তির সম্প্রসারণ প্রয়োজন। আধুনিক কৃষির উৎপাদন এবং ব্যবসায় ত্বরান্বিত করতে দেশের পুরাতন ব্যবস্থায় প্রচলিত একাধিক মধ্যস্বত্বভোগীদের দূর করে কৃষকদের সরাসরি বাজারে প্রবেশাধিকার নিশ্চিতে কাজ করছে ফসল ডটকম। প্রতিষ্ঠানটির শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে ছোট ছোট খুচরা বিক্রেতারা লাভজনক মূল্যে কৃষিপণ্য হাতে পাচ্ছে; যার ফলে তারা ভোক্তাদের কাছেও কম মূল্যে পণ্য বিক্রি করতে পারছে। অন্যদিকে কৃষকদের প্রতিযোগিতামূলক ভালো দাম পেতে সহায়তা করেছে ভধংযড়ষ.পড়স প্লাটফর্মটি।

সাকিব হোসাইন ও মামুনুর রশিদের উদ্যোগে ২০২০ সালে করোনাকালে প্রতিষ্ঠিত হয় ফসল ডটকম। তারা জানান, সাম্প্রতিক সময়ে আসা বিনিয়োগের মাধ্যমে দেশের কৃষিপণ্যের সাপ্লাই চেইনকে শক্তিশালী করা হবে। পাশাপাশি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে ডেটার সর্বোচ্চ ব্যবহারে প্রতিশ্র“তিবদ্ধ কৃষি স্টার্টআপটি। কৃষক থেকে খুচরা বিক্রেতাদের মধ্যে নিরবচ্ছিন্ন সম্পর্ক তৈরিতে এই স্টার্টআপটি ফসল কৃষক কেন্দ্র এবং মাইক্রো বিতরণ কেন্দ্র নির্মাণ করছে। এছাড়া দেশের কৃষি খাতে উদ্ভাবনকে উৎসাহিত করতে ফসলের কেন্দ্রগুলোতে কৃষকদের জন্য সর্বাত্মক পরিষেবা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *