টুইটার বিক্রি করে দিতে চান ইলন মাস্ক

টুইটার কেনার বছরও পার হয়নি ইলন মাস্কের। এর মধ্যেই বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সঠিক ক্রেতা পেলে টুইটার বিক্রি করে দিতেও দু’বার ভাববেন না। ব্যবসায়িক দিকে টুইটারকে সফল করতে দিন-রাত পরিশ্রম করতে হয়েছে বলেই দাবি করেছেন মাস্ক। তিনি বলেন, এমনও হয়েছে আমি কাজ করতে করতে অফিসেই ঘুমিয়ে পড়েছি। টুইটার কেনার পর মনে হয়েছিল রোলার কোস্টারে উঠেছি। প্রচণ্ড চাপের মধ্যে কাজ চালিয়ে যেতে হয়েছে। পুরো সময়টা খুবই যন্ত্রণাদায়ক।

বিখ্যাত গাড়ি কোম্পানি টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। গত অক্টোবরে চার হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেন টুইটার। সামাজিক যোগাযোগমাধ্যমটি পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি একে প্রচণ্ড মানসিক চাপমূলক কাজ বলে অভিহিত করেন। জানিয়েছেন, গত কয়েক মাস অত্যন্ত দুশ্চিন্তায় কেটেছে তার। তারপরও তিনি মনে করেন টুইটার ক্রয় করা সঠিক সিদ্ধান্ত ছিল। মাস্কের দাবি অনুযায়ী, বর্তমানে সব কিছু ঠিকঠাকই চলছে। তবে কাজের প্রয়োজনে মাঝে মধ্যে তাকে অফিসেই ঘুমাতে হয়। অফিসের লাইব্রেরিতে একটি জায়গা বরাদ্দ রয়েছে তার জন্য। সেখানে কেউ বিরক্ত করে না। মাস্ক যখন টুইটার কিনলেন, তখন কর্মীর সংখ্যা ছিল প্রায় আট হাজার। সেখান থেকে ছাঁটাই করে সংখ্যাটি এখন প্রায় দেড় হাজারে নামিয়ে এনেছেন। কাজটি তার জন্য মোটেও সহজ ছিল না। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে টুইটারে। প্রশ্ন দেখা দিয়েছে, প্ল্যাটফর্মটির স্থিতিশীলতা নিয়ে। তবে সব কিছু পার করে এই মুহূর্তে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে প্ল্যাটফর্মটি। টুইটার অধিগ্রহণকালে অনেক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানই পিছু সরে গিয়েছিল। তাদের বেশির ভাগই সম্প্রতি ফিরে এসেছে। খরচ কমিয়ে আনার জন্য ছাঁটাইয়ের সিদ্ধান্তও বলতে গেলে সফল। এতদিন পর হলেও কিছুটা সুফল বয়ে আনতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *